ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। বুধবার বিকেল ৫টা নাগাদ দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘটনা। শেষমেশ দমকলের ৯টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৫টা নাগাদ আচমকাই আগুনের শিখা বেরোতে দেখেন বেনাচিতি বাজারের একটি জুতোর দোকানের কর্মীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিন্তু খানিক বাদেই জল শেষ হয়ে যাওয়ায় ইঞ্জিনটি অকেজো হয়ে পড়ে বলে জানান ব্যবসায়ীরা। শেষমেশ আধ ঘণ্টা বাদে বাজারের কাছেই একটি পুকুর থেকে জল ভরে ফের আগুন নেভাতে নামে ইঞ্জিনটি। এরপরে দমকলের আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কাপড় ও বাসনের দোকানে।