পশ্চিম বর্ধমান জেলায় বন্ধের তেমন প্রভাব পড়ল না। কোথাও কোথাও বন্ধ সমর্থকদের সরাতে পুলিশক তৎপর হতে হলেও তেমন বড় কোনও গোলমালের খবর মেলেনি। তবে দুর্গাপুরের ডিভিসি মোড় পথ অবরোধ সরাতে পুলিশকে লাঠি চালাতে হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কারখানার গেটের সামনে বন্ধ সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। একই ছবি ছিল খনি এলাকায়। শ্রমিক সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম ছিল। জানা গিয়েছে, খনির কাজ অনেকটাই ব্যাহত হয়েছে। আসানসোল ও দুর্গাপুর ইস্পাত কারখানাতেও শ্রমিক উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। অনেক শ্রমিকেরই বক্তব্য, পরিবহণ ব্যবস্থা ঠিকঠাক না থাকতেই তাঁরা কাজে যোগ দিতে পারেননি।
আসানসোল, দুর্গাপুর থেকে প্রায় সব রুটেই সরকারি বাস ছেড়েছে। সকাল থেকে গুটিকয়েক বেসরকারি বাস চড়লেও সব ক্ষেত্রেই যাত্রী সংখ্যা ছিল খুবই কম। মিনি বাস শ্রমিকদের বক্তব্য যাত্রী কম থাকার জন্যই সিটি বাস স্ট্যান্ড থেকে সে ভাবে বাস যাচ্ছে না। বাস কম থাকলেও তবে অটো ও টোটো ছিল যথেষ্ট পরিমাণে।