Advertisement
১৮ এপ্রিল ২০২৪
শ্যামসুন্দরপুর

খনিতে মৃত কর্মী, বিক্ষোভ

খনিগর্ভে বিকল হয়ে পড়া যন্ত্র মেরামতির কাজ করতে নেমে দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্মীর। বুধবার দুপুরে ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা। মৃতের নাম ভগীরথ মণ্ডল (৪০)।

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০১:৪৭
Share: Save:

খনিগর্ভে বিকল হয়ে পড়া যন্ত্র মেরামতির কাজ করতে নেমে দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্মীর। বুধবার দুপুরে ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা। মৃতের নাম ভগীরথ মণ্ডল (৪০)। তবে ডিজিএমএসকে খনিতে এসে নিরাপত্তা ব্যবস্থা দেখতে হবে, এই দাবিতে সন্ধ্যা পর্যন্ত দেহ খনি থেকে তুলতে দেয়নি আইএনটিটিইউসি।

কোলিয়ারি সূত্রে খবর, এ দিন খনির ভিতরে কয়লা কাটার একটি যন্ত্র বিকল হয়ে যায়। দুপুর ৩টে নাগাদ তা মেরামতের কাজ করছিলেন কোলিয়ারির ফিটার হেল্পার ভগীরথবাবু। আচমকা যন্ত্রটি চলতে শুরু করলে তাঁর মাথা পিষ্ট হয়ে যায় যন্ত্রের চাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভগীরথবাবুর। এর পরেই আইএনটিটিইউসির নেতৃত্বে বেশ কিছু খনিকর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, খনিতে বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের হুঁশ নেই। ভূগর্ভে মুক্ত বাতাস চলাচলের যে ব্যবস্থা রয়েছে, তার হাল অত্যন্ত খারাপ। অল্প সময়েই খনিগর্ভ গরম হয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে বিপাকে পড়ছেন কর্মীরা। কোলিয়ারি কর্তৃপক্ষকে অসুবিধার কথা একাধিকবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তাঁরা দাবি জানান, খনিতে কী কারণে বারবার দুর্ঘটনা ঘটছে, ডিজিএ‌মএস-কে ঘটনাস্থলে এসে তা খতিয়ে দেখতে হবে। তার আগে ভগীরথবাবুর দেহ উপরে তুলে আনতে দেওয়া হবে না বলে জানান তাঁরা। অবিলম্বে খনিকর্মীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানানো হয় এ দিন।

কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের এক জনের চাকরির ব্যবস্থা করা হবে। আপাতত শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে বিষয়টি মেটানোর চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE