শেষ পর্বেও শেষ রক্ষা হল না। সোমবারই ছিল পঞ্চায়েত ভোটে মনোনয়নের পূর্ব নির্ধারিত শেষ দিন। যা শেষ হল মারামারি, গোলমাল, মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়া, বিরোধীদের বিডিও-এসডিও অফিসে ঢুকতে না দেওয়ার মধ্য দিয়েই। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তরা তৃণমূলের বলে বিরোধীদের দাবি। যা শুনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওরাই গোলমাল করছে। ওদের সঙ্গে লোকজন নেই।’’ যদিও দিনভর গোলমালের পরে রাতে রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা এক দিন বাড়ায়। আজ, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে।
আসানসোলে মহকুমাশাসকের দফতরে সোমবার মনোনয়ন জমা দিতে আসা বিরোধী দলের প্রার্থীদের মারধর করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সালানপুর, বারাবনি, জামুড়িয়ার প্রার্থীরা আসানসোলে পৌঁছতেই তাড়া করে এলাকাছাড়া করা হয় বলে সিপিএম এবং বিজেপি নেতাদের অভিযোগ।
কংগ্রেসের এক প্রার্থী এ দিন দুষ্কৃতীদের নজর এড়িয়ে মনোনয়ন জমা দিতে মহকুমাশাসকের (বাঁকুড়া সদর) দফতরে ঢুকেও রেহাই পাননি। প্রশাসনিক ভবন চত্বর থেকে তাঁকে মারধর করে বের করে দেওয়া হয়। ওন্দা ব্লকে হেনস্থা করে মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি ফরওয়ার্ড ব্লক প্রার্থীদেরও।