Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিকাশ-কাণ্ডে ভুল মানলেন বিমান

শরিক ডিএসপি যে বামফ্রন্ট ছাড়ার ঘোষণা করেছে, সেই বিষয়টি এ দিন বৈঠকে তোলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

বিমান বসু।— ফাইল চিত্র।

বিমান বসু।— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৩:৩৭
Share: Save:

রাজ্যসভা নির্বাচনে বিকাশ ভট্টাচার্যের মনোনয়ন নিয়ে বিপত্তি যে ‘ইচ্ছাকৃত’ নয়, মানুষকে তা বোঝাতে কালঘাম ছুটে যাচ্ছে বলে বামফ্রন্টের অন্দরে কবুল করে নিলেন বিমান বসু! নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ মনোনয়নপত্র জমা দিতে পারেননি, এই যুক্তিতে খারিজ হয়ে গিয়েছিল বিকাশবাবুর প্রার্থিপদ। আলিমুদ্দিনে বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকে শরিক নেতারা প্রশ্ন তোলেন, এমন ঘটনা কী ভাবে ঘটল? সাধারণ মানুষ তো বটেই, বাম কর্মী-সমর্থকেরাও মনে করছেন কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়া হবে না বলেই বিকাশবাবুকে দিয়ে সচেতন ভাবে ত্রুটিপূর্ণ মনোনয়ন জমা দেওয়া হয়েছিল! বিমানবাবু শরিক নেতাদের জানান, প্রচুর ফোন আলিমুদ্দিন স্ট্রিটেও আসছে। গোটা বিষয়টি ভুল হয়ে গিয়েছে। এমন ভুল আর যাতে না হয়, তার জন্য সতর্ক থাকতে হবে।

শরিক ডিএসপি যে বামফ্রন্ট ছাড়ার ঘোষণা করেছে, সেই বিষয়টি এ দিন বৈঠকে তোলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। ঠিক হয়েছে, ফ ব, আরএসপি, সিপিআইয়ের তিন রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, প্রবোধ পণ্ডা ও নরেনবাবুকে সঙ্গে নিয়ে বিমানবাবু ডিএসপি-র প্রবোধ সিংহদের ক্ষোভ-অভিযোগ শুনতে বসবেন। ডিএসপি-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জি জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE