Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছেলেরাই এগিয়ে উচ্চ মাধ্যমিকে

পরীক্ষা শেষের ৭৬ দিনের মধ্যে সোমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল। এ বার পাশের হার ৮৩.৬৫ শতাংশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০৩:৩০
Share: Save:

পরীক্ষা শেষের ৭৬ দিনের মধ্যে সোমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল। এ বার পাশের হার ৮৩.৬৫ শতাংশ। গত বছর ছিল ৮২.৩৮ শতাংশ। গত বারের মতো এ বারেও ছেলেরা এগিয়ে। ছেলেদের পাশের হার ৮৫.১১ শতাংশ। মেয়েদের ৮২.২৬ শতাংশ। এ বছর পরীক্ষা দিয়েছিলেন সাত লক্ষ ৭৯ হাজার ৪৫৩ ছাত্রছাত্রী। প্রথম বিভাগে পাশ করেছেন দু’লক্ষ ৪২ হাজার ৭৪০ জন। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। এ বছরই উচ্চ মাধ্যমিকে প্রথম ছ’টি বিষয়ের মধ্যে পাঁচটির প্রাপ্ত নম্বর নিয়ে ‘বেস্ট ফাইভ গ্র্যান্ড টোটাল’ চালু হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, যাঁদের ফল মনের মতো হয়নি, তাঁরা চাইলে স‌ংসদের অনলাইনে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। আগামী বছর পরীক্ষা শুরু হবে ১৫ মার্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

HS student boys
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE