Advertisement
০৩ মে ২০২৪
Anubrata Mondal

CBI raid: বুধবারের পর বৃহস্পতিবার, অনুব্রতের দেহরক্ষীর ডোমকলের বাড়িতে সিবিআই হানা

অনুব্রতের ব্যাপারে তাঁর দেহরক্ষী তথ্য দিতে পারবেন বলে মনে করে সিবিআই। তাই বাড়িতে তল্লাশির পাশাপাশি একাধিক বার তাঁকেও জিজ্ঞাসাবাদ।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২২:৪১
Share: Save:

বুধবারের পর বৃহস্পতিবারও সিবিআই হানা দিল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে। এ দিন সকালেই মুর্শিদাবাদের ডোমকলে সায়গলের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। চলে তল্লাশি।

বুধবার ডোমকলে সায়গলের বাড়িতে ১৪ ঘন্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ফের হানা দিল সিবিআই। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত, ১৪ ঘণ্টা ধরে সিবিআই অভিযান চলে অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে। পর দিন বৃহস্পতিবার সকালেও আবার হাজির সিবিআই আধিকারিকের দল। ঘটনাচক্রে, বৃহস্পতিবারই টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করে সিবিআই।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত সম্বন্ধে তাঁর দেহরক্ষী অনেক তথ্য দিতে পারবেন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। তাই তাঁর বাড়িতে তল্লাশির পাশাপাশি একাধিক বার তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তকারীদের নজরে রয়েছে সায়গলের সম্পত্তিও।

এ দিন সকালে তদন্তকারী আধিকারিকের সাত জনের একটি দল সায়গলের ডোমকলের রমনা এতবারনগরের বাড়িতে যান। তবে বৃহস্পতিবার সিবিআইয়ের দলের সঙ্গে সিআরপিএফ ছিল না। লাগাতার সিবিআই হানা ঘিরে ডোমকলে চাঞ্চল্য ছড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE