Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রশ্ন ফাঁস প্রশ্নে খাপ্পা সচিব

সোমবার কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক আলোচনাসভায় দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির এ বারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ তোলেন বিড়লা হাইস্কুলের অধিকর্তা মুক্তা নইন।

অনিল স্বরূপ।

অনিল স্বরূপ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০৩:৪৯
Share: Save:

সিবিএসই পরীক্ষায় প্রশ্ন ফাঁস প্রসঙ্গে মেজাজ হারালেন কেন্দ্রীয় স্কুলশিক্ষা সচিব অনিল স্বরূপ। সোমবার কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক আলোচনাসভায় দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির এ বারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ তোলেন বিড়লা হাইস্কুলের অধিকর্তা মুক্তা নইন। তিনি বলেন, ‘‘এই ঘটনায় টিউটোরিয়াল হোম, সিবিএসই বোর্ডের কর্মীরা যুক্ত ছিলেন।’’ সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দিয়ে অনিল জানান, এই তথ্য ভুল। পুলিশের তদন্ত অনুযায়ী ওই ঘটনায় সিবিএসই-র কোনও কর্মী যুক্ত নন। মুক্তাদেবী বলেন, তিনি মিডিয়া রিপোর্টে যা জেনেছেন, তা-ই বলছেন। এ কথা শুনে আরও জোরের সঙ্গে সচিব আবার জানান, এই তথ্য ভুল। তবে তিনি স্বীকার করেন, দশম শ্রেণির গণিত এবং দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্ন ফাঁসের ঘটনা তাঁদের সতর্ক করে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education CBSE Question Leak Anil Swarup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE