Advertisement
২০ এপ্রিল ২০২৪

আরএসএস, পড়ুয়া সংঘর্ষ

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এক আলোচনা সভাকে ঘিরে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠল। সংঘর্ষে জড়া়ল আরএসএস সমর্থক এবং পড়ুয়াদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:২০
Share: Save:

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এক আলোচনা সভাকে ঘিরে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠল। সংঘর্ষে জড়া়ল আরএসএস সমর্থক এবং পড়ুয়াদের একাংশ।

বিশ্ববিদ্যালয়ে সূত্রের খবর, আলোচনা সভার আয়োজন করেছিল ক্যাম্পেন এগেইনস্ট অ্যাট্রোসিটিস অন মাইনরিটিজ ইন বাংলাদেশ (কাম্ব)। সভায় যান ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁরা চলে যাওয়ার পরে বিকেলের দিকে যাদবপুরের ছাত্র সংগঠন ইউএসডিএফ-এর পক্ষ থেকে সঙ্ঘ পরিবার বিরোধী পোস্টার লাগাতে যান কিছু পড়ুয়া। তখন তাঁদের আক্রমণ করা হয় বলে অভিযোগ। দেবপ্রিয় সোম আহত হন বলে দাবি।

এই ঘটনায় যাদবপুরের ছাত্রদের রাজাকার ও জামাত বলে মন্তব্য করেন আরএসএস নেতা মোহিত রায়। তাঁর অভিযোগ, ছাত্ররাই উদ্যোক্তাদের আক্রমণ করেছে। কলা বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, ‘‘এক বছর ধরে সঙ্ঘ পরিবার ক্যাম্পাসে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে।’’ পরে ছাত্ররা থানায় হামলা ও শ্লীলতাহানির অভিযোগ জানান। আরএসএসের বক্তব্য, যারা ফ্রি স্পিচের বুলি আওড়ায়, তারাই বাকস্বাধীনতায় বাধা দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RSS Supporters Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE