রাজ্যে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল ১৮ মার্চ। তার পর থেকে দশ মাসের মাথায় মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। যদিও বুধবারের থেকে বৃহস্পতিবার মৃতের সংখ্যা আরও এক ধাপ নেমেছে। আশাতীত ভাবে আগের দিনের তুলনায় টেস্ট বাড়লেও নতুন সংক্রমিতের সংখ্যা কমেছে। যার ফলে সংক্রমণের হার এখন হয়েছে ২ শতাংশের সামান্য বেশি।
রাজ্যে করোনায় প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছিল ২৩ মার্চ। তার প্রায় ১০ মাস অতিক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১০ জন। যদিও বুধবারের তুলনায় এ দিন রাজ্যে করোনায় মৃত্যু কম। এ দিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে ৭ জন উত্তর ২৪ পরগনার এবং ৪ জন কলকাতার। এ ছাড়া ২ জন করে প্রাণ হারিয়েছেন হুগলি এবং নদিয়ায়। এমনটাই তথ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী।