Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Debi Ghosal

Debi Ghosal: তৃণমূল নেতা দেবী ঘোষাল প্রয়াত, ভুগছিলেন বয়সজনিত সমস্যায়

আশির দশকে কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ের পর সংসদে পা রাখেন দেবী ঘোষাল।

দেবী ঘোষাল।

দেবী ঘোষাল। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৭:০২
Share: Save:

প্রয়াত তৃণমূল নেতা দেবী ঘোষাল। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। শুক্রবার সকালে নিজের বাড়িতে মারা যান তিনি।

পরিবার জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবে তাঁর মরদেহ শায়িত থাকবে।

আশির দশকে কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ের পর সংসদে পা রাখেন এই রাজনীতিক। তবে রাজ্য রাজনীতির পরিচিত নাম দেবী ঘোষাল সম্প্রতি শাসকদল তৃণমূলে যোগদান করেছিলেন।

এককালে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রয়াত সোমেন মিত্রের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন দেবী ঘোষাল। দীর্ঘ দিন কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debi Ghosal Congress TMC Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE