Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ধৃত বাংলাদেশি জঙ্গি জেলহাজতে

ভারতের মাটিতে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে ধৃত বাংলাদেশি জঙ্গিকে দু’দিন জেলহাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট আদালত।

শেখ খলিফাতুল্লাহ। ছবি: নির্মল বসু।

শেখ খলিফাতুল্লাহ। ছবি: নির্মল বসু।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৪ ০১:০২
Share: Save:

ভারতের মাটিতে নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে ধৃত বাংলাদেশি জঙ্গিকে দু’দিন জেলহাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট আদালত।

পুলিশ জানায়, শেখ খলিফাতুল্লাহ নামে ওই জঙ্গি এত দিন কাশ্মীর সেন্ট্রাল জেলে ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে কড়া পাহারায় বসিরহাটে আনা হয়।

পুলিশ জানায়, খলিফাতুল্লাহের বাড়ি বাংলাদেশের সাতক্ষিরায়। চোরাপথে ভারতে আসার সময়ে ২০০৭ সালের ২২ অগস্ট স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে সে। তার কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। পুলিশের দাবি, জেরায় ওই ব্যক্তি স্বীকার করে, ২০০৬ সালে কাশ্মীরের সুফিয়ান থানা বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনায় সে জড়িত ছিল। ওই ঘটনায় কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছিলেন।

খলিফাতুল্লাহ এর আগে পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে বলেও দাবি করেন গোয়েন্দারা। কাশ্মীর পুলিশ দাবি করে, পাকিস্তানের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত খলিফাতুল্লাহ। সীমান্ত-লাগোয়া গ্রামের অভাবী ছেলেদের দলে টানার জন্যই স্বরূপনগরে এসেছিল সে। সুফিয়ান থানার পুলিশ পরে ধৃত জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায়। বসিরহাট আদালতের নির্দেশেই তাকে ফের কাশ্মীর থেকে আনা হল বলে জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।

বিচারককে এ দিন বছর চল্লিশের ধৃত ওই ব্যক্তি জানায়, সে অসুস্থ। বাড়ি থেকে কেউ আসতে পারবে না। তাকে যেন সরকারি আইনজীবী দেওয়া হয়। এই আবেদন খতিয়ে দেখা হবে বলে জানান বসিরহাটের এসিজেএম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladeshi terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE