বাড়ির শৌচাগার থেকে শুক্রবার সন্ধ্যায় এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ। গাইঘাটার ফুলসরায় বিএম পল্লি এলাকার বাসিন্দা অপর্ণা মণ্ডল (৪০) নামে ওই মহিলার স্বামী গৌতম মণ্ডল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা শাখার কর্মী। শুক্রবার সকালে কর্মস্থলে গিয়েছিলেন তিনি। অপর্ণাদেবী বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় তাঁদের এক ভাড়াটিয়া আভা বন্দ্যোপাধ্যায় বাড়ির শৌচাগারে অপর্ণাদেবীর দেহ পড়ে থাকতে দেখেন।
মৃতার ভাই পরিমল সরকারের অভিযোগের ভিত্তিতে খুনের অভিযোগে জড়িত সন্দেহে ওই বাড়ির আর এক ভাড়াটিয়া বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বজিৎবাবুর স্ত্রী চুমকির নামে অভিযোগ হলেও তিনি এখন বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি। শনিবার বনগাঁ আদালতে ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অবশ্য অনুমান, টাকা-পয়সা ও সোনার গয়নার লোভে ওই মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ বাড়িটি সিল করে দিয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘খুনের ঘটনায় পরিচিত কারও যুক্ত থাকার সম্ভবনা রয়েছে। খুনের কারণ এখনও পরিষ্কার নয়। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’