দীর্ঘদিনের যানজট সমস্যা মেটানোর জন্য উলুবেড়িয়ায় লেভেল ক্রসিংয়ের উপরে উড়ালপুল তৈরির পরিকল্পনা করা হয়েছিল বছর তিনেক আগে। অথচ, এত দিনে শুধুমাত্র হিসাব-নিকাশ আর নকশা তৈরি করা ছাড়া কাজ আর কিছুই হয়নি। জমি-জরিপের কাজটুকুও এগোয়নি। নির্মাণকাজ পুরোটাই করবে রাজ্য পূর্ত (সড়ক) দফতর। রেল তার অংশের নির্মাণকাজের টাকা রাজ্য সরকারকে দিয়ে দেবে। কিন্তু কাজটি শুরু করতে গেলে প্রাথমিক ভাবে যে টাকার প্রয়োজন, তা-ই মিলছে না বলে মেনে নিয়েছেন পূর্ত (সড়ক) দফতরের এক পদস্থ কর্তা।
ওই কর্তার কথায়, “রাজ্যে আর্থিক সমস্যা চলতে থাকায় উলুবেড়িয়ার উড়ালপুলের জন্য টাকার সংস্থান করা যাচ্ছে না। টাকা চেয়ে ফাইল অর্থ দফতরে পাঠানো হয়েছে। টাকা এলেই কাজ শুরু হবে।” উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা পরিষদীয় সচিব পুলক রায় বলেন, ‘‘পূর্তমন্ত্রীকে অনুরোধ করেছি এ নিয়ে দ্রুত উদ্যোগী হতে।”
সাবেক পদ্ধতিতে যে ভাবে উড়ালপুল তৈরি হত, তাতে রেল তার নিজেদের অংশের নির্মাণ করত। রাজ্য সরকারের অংশের কাজ করত পূর্ত (সড়ক) দফতর। কিন্তু বছর তিনেক আগে রেল ও রাজ্য সরকার যৌথ ভাবে সিদ্ধান্ত নেয় কোনও রেলওয়ে উড়ালপুল তৈরি করতে হলে সেই কাজের পুরোটা করবে রেল অথবা রাজ্য পূর্ত (সড়ক) দফতর। অর্থাৎ, কোনও উড়ালপুল যদি রাজ্য পূর্ত (সড়ক) দফতর করে তা হলে তার নির্মাণকাজে আর রেল হাত দেবে না। তবে, উড়ালপুলটি তৈরির যে খরচ হবে, তাতে রেলের অংশে যে কাজটি হবে তার খরচ রাজ্য সরকারকে দিয়ে দেবে রেল। বাকি টাকা বহন করবে রাজ্য। আবার রেল কোনও উড়ালপুল তৈরি করলে নির্মাণকাজে রাজ্য সরকার আর হাত দেবে না। কিন্তু রাজ্য সরকারের অংশে যেটুকু কাজ হবে সেই টাকা তারা রেলের হাতে তুলে দেবে।