মাধ্যমিকের পরে পড়াশোনা এগোবে কি না, নিশ্চিত নয়। পা ফেলার সুযোগও হয়নি চেনা শহরতলির বাইরে। ইংরেজি ভাষার সঙ্গে পরিচয় বাংলা মাধ্যম সরকারি স্কুলের পাঠ্যক্রম পর্যন্তই। এমন জায়গা থেকেই, জাতীয় মঞ্চে ইংরেজি ভাষায় নাটকের প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান লাভ করল কল্যাণী শিক্ষায়তনের চার ছাত্রী।
ওই স্কুলের নবম-দশম শ্রেণির চার ছাত্রী পিউ দাস, এলিজাবেথ সরকার, রিমা দে, দীপান্বিতা দে কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’-এর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের স্কুলের ইংরেজি শিক্ষক সায়ন্তন ঘোষের উৎসাহেই। তিনিই লিখেছিলেন আট মিনিটের নাটক। নিজেই মহড়া করাতেন রোজ। ব্লক, জেলা, রাজ্য স্তর পেরিয়ে জাতীয় মঞ্চে সেমি ফাইনালেও জেতে কল্যাণী শিক্ষায়তন। ফাইনালে মেলে ষষ্ঠ স্থান।
‘‘অপরিচিতদের সামনে ওরা জড়োসড়ো হয়ে যায়। ইংরেজি দূর অস্ত্, বাংলাতেও গুছিয়ে কথা বলতে পারে না। ওদের দিয়ে ইংরেজি নাটক করানোটা সত্যিই চ্যালেঞ্জ ছিল। সারা দেশের তাবড় স্কুলগুলির মধ্যে ছ’নম্বরে থাকাটাও সাফল্য বলেই মনে করছি।’’— বললেন সায়ন্তনবাবু।