শৈলশহরে প্রথম সফরে গিয়ে সোমবার ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবসে একটি বেসরকারি ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তা ঘিরেই বিতর্ক শুরু হয়েছে।
পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চা বিরোধী দলের নেতাদের অনেকেরই অভিযোগ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) একটি শাখা সংগঠনের অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিয়েছেন। যদিও সংগঠকদের দাবি, জিটিএ-এর সঙ্গে যৌথ ভাবে একটি বেসরকারি ট্রাস্ট অনুষ্ঠানটির আয়োজক ছিল। এর সঙ্গে আরএসএসের সম্পর্ক নেই।
এ দিন ভগিনী নিবেদিতার ১০৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার লক্ষ্মীবাই কেলকার ট্রাস্ট দার্জিলিঙে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সঙ্ঘের মহিলা শাখা রাষ্ট্রীয় সেবিকা সমিতির সর্বভারতীয় সভানেত্রী তথা লক্ষ্মীবাই ট্রাস্টের মুখ্য পথপ্রদর্শক শান্তাক্কা-ও ছিলেন।