দলেরই পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন তৃণমূলের ১৪ জন পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া বিডিও অফিসে। শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের ‘বিদ্রোহী’ তৃণমূল সদস্যদের দাবি, উন্নয়নে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। বিডিও-র কাছে বার বার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
‘বিদ্রোহী’ সদস্যদের প্রত্যেকের হাতেই একটি করে প্ল্যাকার্ড। কোনওটা লেখা, ‘উন্নয়ন বাধা দিচ্ছে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান’, আবার কোনওটায় লেখা, ‘কেন পঞ্চায়েত প্রধানকে অপসারণ করা হচ্ছে না, বিডিও জবাব দাও’।
শ্যামপুর গ্রাম পঞ্চায়েতে মোট ২১ জন তৃণমূলের সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন সদস্যই প্রঞ্চায়েত প্রধান অনিমা মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তাঁদের এক জন বলছেন, ‘‘এর আগেও তিন বার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছিলাম। কিন্তু বিডিও সে ব্যাপারে কোনও পদক্ষেপই করেননি।’’ পঞ্চায়েত প্রধান ও বিডিও-র মধ্যে যোগসাজশের কারণে এলাকায় উন্নয়ন আটকে রয়েছে বলে তাঁদের অভিযোগ। ধর্নার খবর পেয়েই পুরশুড়া থানার পুলিশ আসে ঘটনাস্থলে।