আরামবাগ: হুগলিতে যুদ্ধকালীন তৎপরতায় ১০০ দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের আধার নম্বর সংযুক্তিকরণের নির্দেশ দিলেন জেলাশাসক সঞ্জয় বনশল। জেলার সমস্ত ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ মার্চের মধ্যে ১০০ শতাংশ শ্রমিকেরই আধার কার্ড নিশ্চিত করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা সংযুক্তি করতে হবে।
এই সময়সীমার মধ্যে কাজ শেষ করা যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্লক এবং পঞ্চায়েত আধিকারিকরা। প্রকল্পের জেলা নোডাল অফিসার কমলেশ মণ্ডল বলেন, “সব পঞ্চায়েত এলাকায় বিশেষ শিবির করে এবং বাড়তি গুরুত্ব দিয়ে কাজটি করতে বলা হয়েছে। জেলায় মোট শ্রমিকের সংখ্যা ৮ লক্ষ ৮৮ হাজার। এঁদের মধ্যে ৬ শতাংশর আধার কার্ড হতে বাকি আছে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাকি আছে ৩০ শতাংশ।”
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের (১০০ দিন কাজ) শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে আধার নম্বর যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয় ২০১৪ সালের ২১ অক্টোবর। সেই সময় হুগলিতে জোরকদমে কাজও শুরু হলেও ২০১৫ সালের ১১ অক্টোবর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় জাতীয় খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা ছাড়া দেশের কোনও প্রকল্পেই আধার কার্ড নিয়ে বাধ্যবাধকতা থাকছে না। ফলে ভাটা পড়ে কর্মসূচিতে। গত ৩ জানুয়ারি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক গেজেট-বিজ্ঞপ্তি জারি করে শ্রমিকদের আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করে। তাতে নির্ধারিত সময়সীমা দেওয়া হয়েছে ৩১ মার্চ।