Advertisement
১৭ জুন ২০২৪
Dilip Ghosh

Dilip Ghosh: টিকাকরণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য, দাবি দিলীপ ঘোষের

দিলীপ ঘোষের দাবি, ‘‘কেন্দ্র ১ কোটি ২৫ লক্ষ টিকা পাঠিয়েছে। তাও রাজ্যের সাধারণ মানুষ টিকা পাচ্ছেন না। ৩০০ টাকায় বিক্রি হচ্ছে টিকা।’’

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ১৭:২০
Share: Save:

রাজ্যের টিকাকরণ থেকে ভোট পরবর্তী হিংসা, শ্রীরামপুরে জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ সব কিছু নিয়েই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘‘কেন্দ্র ১ কোটি ২৫ লক্ষ টিকা পাঠিয়েছে। তাও রাজ্যের সাধারণ মানুষ টিকা পাচ্ছেন না। ৩০০ টাকায় বিক্রি হচ্ছে টিকা।’’ টিকা নিয়ে রাজ্যের তরফে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দিলীপ ঘোষ।

ভোট পরবর্তী হিংসা নিয়ে বার বার কথা তুলেছে বিজেপি। একাধিক বার সরব হয়েছেন দিলীপও। শুক্রবার শ্রীরামপুর থেকে ফের মুখ খুললেন তিনি। বললেন, ‘‘আমি মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি বলেছিলেন, লিখিত ভাবে দিতে। তাও দিয়েছিলাম। মোট সাড়ে ৬ হাজার নাম আমরা দিয়েছি। সরকার তাও কোনও ব্যবস্থা নেয়নি। আদালত বলার পরেও প্রশাসন কাজ করছে না। তৃণমূল বলুক, কাদের ঘরে ফিরিয়েছে। থানায় গেলে পুলিশ অভিযোগ নেয় না, বলে, ৫ বছর মার খেতে হবে। পরিস্থিতি সকলেই দেখছেন।’’

ভোটের পরেও রাজ্য রাজনীতিতে রীতিমতো সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক দিকে যেমন তিনি ইয়াস বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যাচ্ছেন, আবার রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে দেখতে যাচ্ছেন মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকেও। এই নিয়ে দিলীপ বলেন, ‘‘এত গাড়ি, নৌকা নিয়ে অভিষেক যাচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে কি? ঝড় হয়েছে অনেক দিন হল, এত দিন পর গিয়ে কী হবে? দেখুন, বিজেপি-র ৭৫ জন বিধায়ক ১৮ জন সাংসদ, জেলার পদাধিকারীরা সবাই ত্রাণকার্যে আছেন। তৃণমূলের কেউ কোথাও নেই। ওঁরা শুধু ফেসবুক আর সংবাদমাধ্যমে আছেন।’’ আর মুকুল রায়ের স্ত্রীকে অভিষেকের দেখতে যাওয়া নিয়ে বলেন, ‘‘ওঁদের অনেক দিনের সম্পর্ক। দেখতে গিয়ে ভালই করেছেন অভিষেক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE