করোনা পরীক্ষার নামে টাকা নিয়ে রিপোর্ট না দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোম। তাতে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিবার ও আত্মীয়রা। নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।
সোমবার মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হন রহমত আলি নামের এক যুবক। গুরুতর জখম অবস্থায় লিচুবাগানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সেখানে করোনা পরীক্ষার জন্য তাঁদের কাছ থেকে ১১০০ টাকা নেওয়া বলে জানিয়েছেন রোগীর পরিবার।
মঙ্গলবার সকালে নার্সিংহোমের তরফে রোগীর পরিবারকে জানানো হয়, রহমতের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সব মলিয়ে প্রায় ২ লক্ষ টাকার বিল মেটাতে হতে পারে তাঁদের। এতে ভয় পেয়ে যান রহমতের পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজনরা। নিজেদের মধ্যে আলোচনা করে রহমতকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন তাঁরা।