Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৩ ডিসেম্বর ২০২১ ই-পেপার

জয়শ্রী টেক্সটাইলসের ভোটে হার, পঞ্চম স্থানে আইএনটিটিইউসি

নিজস্ব সংবাদদাতা
রিষড়া ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:১৫

ফের শ্রীরামপুর শিল্পাঞ্চলের একটি কারখানার ভোটে হেরে গেলে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শনিবার রিষড়ার জয়শ্রী টেক্সটাইলস নামে ওই কারখানার প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টি বোর্ডের নির্বাচনে ক্ষমতা ধরে রাখল সিপিআই প্রভাবিত শ্রমিক সংগঠন এআইটিইউসি-ই। ছয় দলের নির্বাচনে পঞ্চম হয়েছে আইএনটিটিইউসি।

সম্প্রতি ডানকুনির মাদার ডেয়ারিতে সিটুর কাছে হেরে যায় আইএনটিটিইউসি। দিন কয়েক আগে শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলেও প্রভিডেন্ড ফান্ড ট্রাস্টি বোর্ডের নির্বাচনেও সিপিএমের শ্রমিক সংগঠনের কাছে হারে তারা। ওই ভোটে সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে আসে।

প্রশাসন সূত্রের খবর, জয়শ্রী টেক্সটাইলসের নির্বাচনে বিজয়ী এআইটিইউসি ১২৩৬টি, দ্বিতীয় আইএফটিইউ ৭১৬টি, কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসি এবং সিটু যথাক্রমে ৪৭৯ এবং ৪১৩টি ভোট পায়। আইএনটিটিইউসি-র প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০৮। ষষ্ঠ বিএমএস পায় ২৪৪টি ভোট।

Advertisement

স্বভাবতই হারের পরে তৃণমূল শিবিরে শোরগোল পড়েছে। সংগঠনের জেলা নেতাদের মন্তব্যেও মতবিরোধ ধরা পড়ছে। জেলা আইএনটিটিইউসি-র সাধারণ সম্পাদক অন্বয় চট্টোপাধ্যায় বলেন, “সংগঠনের দিকে জেলা এবং রাজ্য নেতৃত্বের নজর সার্বিক ভাবে পড়ছে না। কোনও কোনও নেতার অনীহা থাকছে। সেই কারণেই এমন ফল এড়ানো যাচ্ছে না। সমন্বয়ের অভাব রয়েছে।” সংগঠনের জেলা সভাপতি বিদ্যুত্‌ রাউতের দাবি, “ওখানে যাঁরা সংগঠন দেখভাল করেছেন, তাঁরা শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টাই করেননি। সেই কারণে এই ফল অনিবার্যই ছিল।”

বিরোধীরা অবশ্য বিদ্যুত্‌বাবুর দাবি মানতে রাজি নন। সিপিআইয়ের শ্রমিক নেতা দেবাশিস দত্ত বলেন, “শ্রমিক আন্দোলনে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল করলটা কী? তা-ও আবার সব জায়গায় একাধিক গোষ্ঠী! শ্রমিকেরা এ সব ভাল ভাবে নিচ্ছেন না। তাই তাঁরা ওদের পাশে থাকছেন না। যত সময় যাবে, এটা আরও পরিষ্কার হবে।”

আরও পড়ুন

Advertisement