মাঠ ঢেকে আছে সবুজ ঘাসে। মাঠের চার পাশে লোহার ফেন্সিং। সাইড লাইনের ধারে দু’টো রিজার্ভ বেঞ্চ। এক পাশে কংক্রিটের ছোট স্টেডিয়াম। আইএফএ-র প্রথম ডিভিশন, সুপার ডিভিশন, ট্রেডস কাপ, জেলা লিগের খেলা হয় নিয়মিত। হাওড়ার মাকড়দহ ইউনিয়ন ক্লাবের এই মাঠে বিভিন্ন সময়ে প্র্যাকটিস করে গিয়েছেন ব্যারেটো, ডগলাস, ওডাফা, সনি নর্ডির মতো নামী বিদেশি ফুটবলাররা। কিন্তু এতদিন এখানে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনের কোনও খেলাই দেওয়া হত না। এ বার সেই দাবি তুললেন ক্লাব কর্তারা। ইতিমধ্যেই তাঁরা আইএফএ-র কাছে এ ব্যাপারে দরবার করেছেন। আইএফএ বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে।
আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “মাকড়দহের ওই মাঠটি আমরা লিজে নিয়েছি। ওখানে প্রিমিয়ার ডিভিশনের খেলা দেওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।” আইএফএ সূত্রে খবর, প্রিমিয়ার ডিভিশনের খেলা দেওয়ার মত উপযুক্ত নিরাপত্তা, জরুরি চিকিৎসা ব্যবস্থা, স্টেডিয়াম, টয়লেট, সাজঘর-সহ অন্যান্য পরিকাঠামো ঠিক থাকলে আগামী মরসুমেই এই মাঠে ‘পরীক্ষামূলক’ ভাবে প্রিমিয়ার ডিভিশনের ছোট দলের খেলা দেওয়ার সম্ভবনা রয়েছে।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, মাঠে ফেন্সিং ও রিজার্ভ বেঞ্চের কাজ করতে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। পুরো টাকাটাই দেওয়া হয়েছে ক্লাব তহবিল থেকে। ২০০৭ সালে জনস্বাস্থ্য-কারিগরি দফতর মাঠে পানীয় জলের ব্যবস্থা করে দেয়। ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল কড়ুরী বলেন, “২০১৩-’১৪ মরসুমে চার্চিল ব্রাদার্স, পুনে এফসি, মুম্বই এফসি বাংলাদেশের ধানমন্ডি ক্লাব আমাদের মাঠে অনুশীলন করে গিয়েছে।”