তোলা চেয়ে হুমকি ফোন এসেছিল। দাবি না মানায় এক ব্যবসায়ীর বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ভদ্রেশ্বর থানার চাঁপদানির আরবিএস রোডে। ওই ঘটনায় আহত ব্যবসায়ীর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চন্দননগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় স্বর্ণব্যবসায়ী শীলানাথ গুপ্তা এবং তাঁর ভাই রাজকুমার গুপ্তাকে গত ৯ জুন ফোনে দেড় লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, এর পর থেকে মাঝে মাঝেই তাঁদের ফোন করে কে বা কারা হুমকি দিত। আতঙ্কে তাঁরা চাঁপদানি ফাঁড়িতে অভিযোগও দায়ের করেন।
চন্দননগরের এসডিপিও সৈকত ঘোষ বলেন, “পুলিশ অভিযোগ পেয়েছে। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”