জমি থেকে আলু তোলার সময় বচসার জেরে মাথায় কোদালের বাঁটের আঘাতে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। রবিবার সকালে হুগলির জাঙ্গিপাড়ার অযোধ্যা গ্রামের ঘটনা। নিহতের নাম নির্মল নায়েক (৪৫)। গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইপো গৌতম নায়েককে।
তদন্তকারীদের দাবি, ধৃত অপরাধের কথা কবুল করে জানিয়েছেন, কাকা ক্রমাগত গালিগালাজ করতে থাকায় রাগে তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারের সকলেই খেতমজুর। তাঁরা বাড়ির কাছেই এক জনের জমিতে আলু তোলার কাজ করছিলেন। এ দিন সকাল ৭টা নাগাদ গৌতম এবং তাঁর ভাই শৈলেন ওই জমিতে কাজ শুরু করেন। আধঘণ্টা পরে স্ত্রী লক্ষ্মীকে নিয়ে নির্মল সেখানে পৌঁছন।