Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাগনান স্টেশনে আরও একটি টিকিট কাউন্টার

বছর আটেকের উপর ভেঙে পড়েছিল টিকিটঘরটি। যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের কাছে বহুবার সেটি সংস্কারের জন্য আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি। অবশেষে ভেঙে যাওয়া টিকিট ঘরটি ফের নতুন করে তৈরি করছে রেল।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০২:৪৬
Share: Save:

বছর আটেকের উপর ভেঙে পড়েছিল টিকিটঘরটি। যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের কাছে বহুবার সেটি সংস্কারের জন্য আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি। অবশেষে ভেঙে যাওয়া টিকিট ঘরটি ফের নতুন করে তৈরি করছে রেল। কাজও শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট ঘরটি তৈরি করতে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা খরচ হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখায় বাগনান একটি গুরুত্বপূর্ণ স্টেশন। গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে দু’টি টিকিট কাউন্টার ছিল। কিন্তু বছর আটেক আগে দক্ষিণ দিকের কাউন্টারটি ভেঙে যায়। ফলে একটি টিকিট কাউন্টারে প্রচণ্ড চাপ বাড়ে। ভিড়ের কারণে এবং লাইন পেরিয়ে টিকিট কাটতে এসে দেরি হয়ে যাওয়ায় অনেককে ট্রেন ধরতে সমস্যায় প়ড়তে হচ্ছিল। টিকিট পরীক্ষকদের কাছে অনেককে হেনস্থা হতে হচ্ছিল বলেও অভিযোগ। এই অবস্থায় ভেঙে যাওয়া টিকিট কাউন্টারটি ফের নতুন করে তৈরি হওয়ায় যাত্রীদের সমস্যা, হয়রানি থাকবে না বলে আশা রেল কর্তৃপক্ষের। রেলের এক কর্তা জানান, আশা করা হচ্ছে, মাস দুয়েকের মধ্যে নির্মাণকাজ শেষ হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bagnan station ticket counter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE