মন্দিরের সামনে টোটো রাখা নিয়ে বচসার জেরে এক টোটোচালকের মাকে ত্রিশূল দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তরপাড়া স্টেশনের কাছেই একটি মন্দিরের সামনে কিছু দিন ধরে টোটো রাখছিলেন রাজা প্রসাদ নামে এক যুবক। তা নিয়েই গোলমালের সূত্রপাত।
রাজার অভিযোগ, তাপস মণ্ডল নামে এক যুবক তাঁকে বলে, মন্দিরের সামনে গাড়ি রাখলে চাঁদা দিতে হবে। কিন্তু তিনি ওই শর্তে রাজি হননি। দিন কয়েক ধরে তিনি অন্যত্র টোটো রাখছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১টা নাগাদ বাড়ি ফেরার সময় তাপস-সহ তিন যুবক মদ্যপ অবস্থায় তাঁর পথ আগলে দাঁড়ায়। মারধর করে। বেগতিক বুঝে তিনি দৌঁড়ে বাড়িতে গিয়ে মাকে ডাকেন।