পাড়ার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল চার বছরের শিশু। এক দিন পরে তার নিথর দেহ ভাসতে দেখা গেল পাড়ারই একটি পুকুরে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড়ে।
পুলিশ জানায়, মৃতের নাম রুবেল সাউ। সে বেলুড়ের জঙ্গি সিং গলি এলাকায় জেঠা-জেঠিমার বাড়িতে থাকত। পরিবারের লোকেরা জানান, বেশ কিছু দিন আগে তার মা মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এমনকি, বেপাত্তা হয়ে গিয়েছেন বাবাও।
স্থানীয় একটি হিন্দি মাধ্যম স্কুলের কেজি-তে পড়ত রুবেল। তার জেঠিমা গায়ত্রীদেবী জানান, শুক্রবার স্কুল থেকে ফিরে খাওয়াদাওয়া সেরে বাড়িতেই ছিল শিশুটি। পৌনে চারটে মাঠে খেলতে বেরোয় সে। সঙ্গে গিয়েছিল তার দিদিও। বেশ কিছু ক্ষণ পরে দিদি বাড়িতে ফিরে এসে জানায়, রুবেলকে পাওয়া যাচ্ছে না।