Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কর বাড়ছে পুরসভায়

এবার থেকে উলুবেড়িয়া পুরবাসীদের বর্তমান করের দ্বিগুণ কর দিতে হবে। চলতি মাস থেকে পুরবাসীদের নোটিস পাঠিয়ে ধার্য করের হিসাব পৌছে দেওয়ার কাজও শুরু হয়েছে। সম্প্রতি রাজ্য মূল্যায়ন পর্ষদের তরফে সম্পত্তি কর মূল্যায়নের হিসাব পুরসভার কাছে পাঠানো হয়। তারপরেই এই সিদ্ধান্ত।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:০৭
Share: Save:

এবার থেকে উলুবেড়িয়া পুরবাসীদের বর্তমান করের দ্বিগুণ কর দিতে হবে। চলতি মাস থেকে পুরবাসীদের নোটিস পাঠিয়ে ধার্য করের হিসাব পৌছে দেওয়ার কাজও শুরু হয়েছে। সম্প্রতি রাজ্য মূল্যায়ন পর্ষদের তরফে সম্পত্তি কর মূল্যায়নের হিসাব পুরসভার কাছে পাঠানো হয়। তারপরেই এই সিদ্ধান্ত।

যদিও বিরোধীরা এই কর মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, কর মূল্যায়ন দরকার। তাতে পুরসভার আয় বাড়বে যা উন্নয়নমূলক কাজের সহায়ক হবে। কিন্তু কর মূল্যায়নের পাশাপাশি পুরনো পাকা বাড়ির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট ফি ধরা হয়েছে। যা নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। পুরসভার চেয়ারম্যান অর্জুন সরকার বলেন, ‘‘নোটিস পাওয়ার পর যাঁদের কর নিয়ে অভিযোগ থাকবে তাঁদের দু’মাসের মধ্যে পুরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে। সে ক্ষেত্রে শুনানির পর কর নির্ধারণ করা হবে।’’ ২০১৭ সালের ১ এপ্রিল থেকে নতুন কর কার্যকর হবে বলে তিনি জানান।

পুরসভা সূত্রে খবর, বর্তমানে সর্বনিম্ন কর ২৪ টাকা। কর মূল্যায়নের ফলে তা বেড়ে ৪৯ টাকায় দাঁড়িয়েছে। শুধুমাত্র রেসিডেন্সিয়াল ক্ষেত্রেই এই কর মূল্যায়ন করা হয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, এর ফলে দ্বিগুণ পুরকর আদায় হবে। পুরসভার এক কর্তা জানান রেসিডেন্সিয়াল কর বাবদ এবার থেকে পুরসভার আয় বেড়ে দাঁড়াবে ১ কোটি ২০ লক্ষ টাকা। আগে যা ছিল ৬০ লক্ষ টাকার কাছাকাছি। কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও কর মূল্যায়নের জন্য রাজ্য মূল্যায়ন পর্ষদের কাছে পাঠানো হয়েছে।

বাম কাউন্সিলর সাবিরুদ্দিন মোল্লা বলেন, ‘‘পুরনো বাড়িরও উন্নয়ন বাবদ কর ধার্য হয়েছে শুনেছি। এটা ঠিক হয়নি। করের বিষয়টি আরও খতিয়ে দেখে তারপর যা করার করা হবে।’’

কংগ্রেস কাউন্সিলর পম্পা ধাড়ার বক্তব্যও এক। যদিও এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন বলে মন্তব্য করেছেন বিজেপি কাউন্সিলর নবকুমার পাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Municipality Tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE