Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অভিযুক্তদের গ্রেফতারের দাবি, বিক্ষোভ

মঙ্গলবার দুপুরে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় আরামবাগ থানায়। এ দিন মৃতের মহিলারা পোস্টার হাতে নিয়ে পুলিশের গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভ জানান। তবে পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে।

ক্ষোভ: পোস্টার হাতে মৃতের পরিজনরা। —নিজস্ব চিত্র।

ক্ষোভ: পোস্টার হাতে মৃতের পরিজনরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০৩:১১
Share: Save:

এক গৃহবধূকে খুনের ঘটনার দীর্ঘ ছয়মাস পরেও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ-এমন অভিযোগে আরামবাগ থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা।

মঙ্গলবার দুপুরে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় আরামবাগ থানায়। এ দিন মৃতের মহিলারা পোস্টার হাতে নিয়ে পুলিশের গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভ জানান। তবে পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে।

আরামবাগের চণ্ডীবাটি গ্রামের মেয়ে রুবিনার বিয়ে হয় হরিণখোলার আমগ্রামে। তাঁর পরিজনদের অভিযোগ, রুবিনার গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে খুন করা হয়েছিল। অভিযোগের তির ছিল মহিলার স্বামী-সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ দায়েরের পরেও আরামবাগ থানার তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এ দিনের বিক্ষোভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder House Wife Arambag আরামবাগ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE