Advertisement
২০ এপ্রিল ২০২৪

পোলবায় গণধোলাই দিয়ে দুই চোরকে পুলিশে দিল জনতা

দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার সকালে ঘটনাটি পোলবার নারায়ণপুরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোলবার নারায়ণপুর, কামদেবপুর, যাদবপুর, বিনোদপুর, ধূমা, নিজামপুর, সুগন্ধা সহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে চুরি বেড়ে গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
পোলবা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। মঙ্গলবার সকালে ঘটনাটি পোলবার নারায়ণপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোলবার নারায়ণপুর, কামদেবপুর, যাদবপুর, বিনোদপুর, ধূমা, নিজামপুর, সুগন্ধা সহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে চুরি বেড়ে গিয়েছিল। গত সোমবার রাতে ফের একটি বাড়িতে চুরি হয়। চাষের কাজে ব্যবহৃত পাম্প-সহ বেশ কিছু জিনিসপত্র খোওয়া যায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খোওয়া যাওয়া জিনিস খুঁজতে বেরিয়ে কামদেবপুরের একটি জঙ্গলে পাম্পটি পড়ে থাকতে দেখেন। এরপর আশপাশে তল্লাশি চালালে খোওয়া যাওয়া আরও কিছু জিনিসপত্র উদ্ধার হয়। গ্রামবাসীরা উদ্ধার করা জিনিস নিয়ে গ্রামে ফেরার পথে কামদেবপুরের কাছে এলাকারই যুবক মহসিন হালদার ও তার সঙ্গী লালু সরকারকে ঘোরাঘুরি করতে দেখেন। এলাকায় আগের কিছু চুরির ঘটনায় তাদের নাম জড়ানোয় গ্রামবাসীদের সন্দেহ হয় দু’জনের উপর। তাঁরা দু’জনকে ধরে মারধর শুরু করেন। মারের চোটে দু’জনেই চুরির ঘটনায় জড়িত বাকিদের নাম জানিয়ে দেয়। এরপর গ্রামবাসীরা কুন্তী নদী পেরিয়ে বাকিদের বাড়িতে হানা দিয়ে নাজিবুল মণ্ডল নামে এক যুবক ও এক মহিলাকে ধরে ফেলে। চারজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ মহসিন হালদার ও নাজিবুলকে গ্রেফতার করে।

স্থানীয় বাসিন্দা সইফুল মণ্ডল বলেন, ‘‘কয়েক মাস ধরে পর পর চুরি হচ্ছিল। সোমবার রাতে গ্রামের একটি বাড়ি থেকে চাষের জিনিসপত্র ও মোটরসাইকেল চুরি হলে মঙ্গলবার সকালে গ্রামের লোকজন তল্লাশিতে নামে। তখনই ওরা ধরা পড়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thief public police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE