অলিখিত এক সীমারেখা। যা অতিক্রমের আগেই নেমে পড়তে হয় যাত্রীদের। সীমার এপারে পাঁচ জন। ও পারে গেলেই চার জন যাত্রী।
ভিআইপি রোড ধরে উল্টোডাঙাগামী অটোতে এই দৃশ্য হামেশাই চোখে পড়ে। উল্টোডাঙা আসার আগেই নেমে যান এক জন। অভিযোগ, বিধাননগর কমিশনারেট এলাকায় অটোয় পাঁচ জন এমনকী রাত্রে ছ’জন যাত্রী উঠলেও অসুবিধা নেই। তবে কলকাতা পুলিশের সীমায় ঢুকতেই সাবধান হতে হয়।
আগে বিধাননগর থেকে বেরনোর সময়ে সার্জেন্ট দেখলেই অটো থেকে অতিরিক্ত জন নেমে কিছুটা হেঁটে ফের অটোয় উঠতেন। এখন বিধাননগর থেকে পুলিশের সামনে দিয়েই অতিরিক্ত যাত্রী নিয়ে উল্টোডাঙা যান অসংখ্য অটোচালক। অভিযোগ, নজরদারির ফাঁক গলেই বিধাননগর কমিশনারেট এলাকায় অটো অতিরিক্ত যাত্রী নিয়ে চলে। অটোরাজ বন্ধে পরিবহণমন্ত্রী মদন মিত্র অটোচালক ও বিধাননগর কমিশনারেটের পুলিশের সঙ্গে মিটিং-এ বলেছিলেন, “বিধাননগর কমিশনারেট এলাকা থেকে অটোর জুলুম ও বেশি যাত্রী নেওয়ার অভিযোগ আসে। এটা বন্ধে পুলিশি নজরদারি বাড়াতে হবে।” নিত্যযাত্রীদের দাবি, সেই নির্দেশ কার্যকরী হয়নি।