জিডি আইল্যান্ডের কাছে স্কুলবাসের চালক গতি কমালেন। এক ছাত্র বাস থেকে নামতে গিয়ে পড়ে গেল। খালাসি খেয়াল করেনি। ফলে বাসও থামেনি। লোকজনের চিৎকারে ভয় পেয়ে গতি বাড়িয়ে পালায় চালক। হাসপাতালে মৃত্যু হয় ছাত্রটির। জুলাই-এর প্রথম সপ্তাহে এই ঘটনার পরেই নড়ে বসে বিধাননগর পুলিশ।
পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের স্কুলে যাতায়াত এবং নিরাপত্তায় বেশ কিছু পরিকল্পনা করেছে বিধাননগর কমিশনারেট। এ বিষয়ে এলাকার নানা স্কুলের সঙ্গে আলোচনা চলছে। স্কুলবাস মালিক, চালক ও খালাসিদের নিয়ে প্রশিক্ষণ শিবিরও হয়েছে।
দেখা যাচ্ছে, অনেক স্কুলবাসেই খালাসি নেই। কিছু চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। বাসগুলি নির্দিষ্ট জায়গায় পড়ুয়াদের ওঠায়-নামায় না। অধিকাংশ ক্ষেত্রে বাস মালিক ও চালকদের সম্পর্কে তথ্য অভিভাবকদের কাছে থাকে না। থাকে না স্কুলের কাছেও। অনেক বাসে অগ্নিনির্বাপক, প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও নেই। রক্ষণাবেক্ষণেও গাফিলতি রয়েছে।