দোলের দিন শহর জুড়ে মোটরবাইকবাহিনীর উপরে নজর রাখবে পুলিশ। বৃহস্পতিবার দোলের প্রস্তুতি বৈঠকে থানার ওসি-সহ বাহিনীর অফিসারদের এমন নির্দেশই দিয়েছেন শীর্ষকর্তারা।
পুলিশ জানায়, দোলের দিন অনেক সময়েই অশালীন আচরণের অভিযোগ ওঠে। মেলে শ্লীলতাহানির খবরও। সেই কথা মাথায় রেখেই লালবাজার সূত্রে খবর, বাইকবাহিনী আটকাতে শহরের অলিগলিতে নজরদারি চালাবে পুলিশের মোটরবাইক এবং সাইকেল বাহিনী। কোথাও আপত্তিকর কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন ওসি-রা।
বছর দুই আগে দোলে বিশরপাড়ায় কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামের বাড়িতে ঢুকে রং দেওয়ার ছুতোয় মহিলাদের শ্লীলতাহানি করে এক দল দুষ্কৃতী। প্রতিবাদ করায় খুুন হতে হয় অসীমবাবুকে। কলকাতায়ও এমন অনেক ঘটনাই ঘটে। “তবে সেগুলির বেশির ভাগই অভিযোগ হিসেবে নথিভুক্ত হয় না”, মন্তব্য এক পুলিশকর্তার। এ বার দোলের আগে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। তাই আইনশৃঙ্খলার প্রশ্নে পুলিশ বেশি সতর্ক। তাই লালবাজার ঠিক করেছে, দোল ও তার পরের দিন শহরের অলিগলিতেও মোটরবাইক নিয়ে দোল খেলতে দেওয়া যাবে না। নজর রাখা হবে মহিলাদের নিরাপত্তায়। পুলিশের একাংশের মতে, এই সময়ে মহিলাদের শ্লীলতাহানি নিয়ে মারমারির ঘটনাও ঘটে। এ ব্যাপারে স্পর্শকাতর এলাকাগুলি নিয়ে স্পেশ্যাল ব্রাঞ্চের রিপোর্ট পেয়েছে লালবাজার। তা ধরেই সব ওসিদের একটু বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।