রাত ১২টা ২০। ভবানীপুরে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে গুরুদ্বারের পাশে দাঁড়িয়ে বালিভর্তি একটি লরি। সামনে দাঁড়িয়ে চালকের সঙ্গে কথা বলছিলেন এক যুবক। আচমকাই এসে দাঁড়াল একটি গাড়ি। নেমে এল চার যুবক। এলাকার কাজ করার জন্য তাদেরকে টাকা দিতে হবে বলে দাবি করল তাঁদের এক জন। অভিযোগ, উত্তর না পেয়ে বালির লরির সামনে দাড়িয়ে থাকা যুবককে মাটিতে ফেলে মারধর শুরু করে তারা। তাঁর সোনার চেন ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। যুবকটি মাটিতে লুটিয়ে পড়লে আবার গাড়িতে উঠে এলাকা ছাড়ে ওই চার যুবক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ওই গোলমাল চলাকালীন ওই এলাকা দিয়েই বাড়ি ফিরছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র। রবিবার তিনি বলেন, “বাড়ি ফেরার পথে ওই জায়গায় একটা গোলমাল দেখতে পেয়ে গাড়ি থেকে নামি। পরে দু’দলকেই সরিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে যাই।”
মদনবাবু জানিয়েছেন, তিনি ওই যুবকদের চেনেন না। ঘটনার কথা পুলিশকে জানিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।