বিপজ্জনক ঘোষিত হয়েছিল আগেই। তবু ভাঙার ব্যবস্থা নেয়নি পুরসভা। ফলে এক মাসের ব্যবধানে ফের ধসে পড়ল শহরের আরও একটি বড় বাড়ি, যে ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ফের প্রমাণ হল, বিপজ্জনক ঘোষণা হলেও সে বাড়ি ভাঙায় কখনওই উদ্যোগী হয় না পুরসভা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বড়বাজারের ৭৬ নম্বর যমুনালাল বজাজ স্ট্রিটে। পুলিশ জানায়, দুপুর ২টো নাগাদ তিনতলা বাড়িটির উপরের দু’টি তলা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে পাঁচ জন চাপা পড়েন। তাঁদেরই এক জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় পুরসভার গাফিলতিকেই দায়ী করেছেন। ৩১ অগস্ট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের একটি বাড়ির অংশ ভেঙে পড়েছিল। তখনও পুরসভার ভূমিকা প্রশ্ন নিয়ে ওঠে।
বছর ছয় আগেই যমুনালাল বজাজ স্ট্রিটের বাড়িটি বিপজ্জনক বলে চিহ্নিত হয়। এ দিন মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ২০০৮ সালেই ‘বিপজ্জনক’ বোর্ড টাঙানো হয়। বিল্ডিং আইন অনুযায়ী মালিককে নোটিস পাঠানো হয়। তবু বাড়ির ছাদে কয়েক জন ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ পুর-কর্তৃপক্ষের। পুর-আইন অনুযায়ী বিপজ্জনক বাড়ি অবিলম্বে সারানো এবং প্রয়োজনে বসবাসকারীদের সরানোর ব্যবস্থা করতে হবে।