Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নজর-ক্যামেরাই ধরাল ২ চোরকে

সন্ধ্যার অন্ধকারে ঝাপসা আলোতেও সিসিটিভি ধরে রেখেছিল দুই যুবকের ছবি। হেঁটে আবাসনের গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে তারা। পিঠে ব্যাগ। সিসিটিভি ক্যামেরা এমন জায়গাতেই বসানো ছিল যে, তাদের মুখও পরিষ্কার বোঝা যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০১:১৩
Share: Save:

সন্ধ্যার অন্ধকারে ঝাপসা আলোতেও সিসিটিভি ধরে রেখেছিল দুই যুবকের ছবি। হেঁটে আবাসনের গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে তারা। পিঠে ব্যাগ। সিসিটিভি ক্যামেরা এমন জায়গাতেই বসানো ছিল যে, তাদের মুখও পরিষ্কার বোঝা যাচ্ছিল।

যদিও হাঁটাচলা দেখে বোঝার কোনও উপায় ছিল না, আবাসন থেকে লক্ষাধিক টাকার গয়না হাতিয়ে বেরোচ্ছিল ওই দু’জন। তদন্তকারীরা যখন সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখছিলেন, তখনই দুই যুবকের মধ্যে এক জনের মুখ দেখে চিনতে পারে পুলিশ। সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে গুলু মল্লিক এবং রাজু মল্লিককে। তাদের বাড়ি ব্রেসব্রিজ এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নিউ আলিপুরের সাহাপুর এলাকার একটি আবাসনে। ওই আবাসনের তিনতলায় থাকেন নরেন্দ্রনর সিংহানিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় সিংহানিয়া পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। রাতে বাড়ি ফিরে দেখেন, দরজা খোলা। ঘরের আলমারি খুলে দেখতে পান, সেখান থেকে উধাও লক্ষাধিক টাকার সোনা এবং হিরের গয়না। নিউ আলিপুর থানায় অভিযোগ জানানোর পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই আবাসনের বাইরে একটি সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। সেটির ফুটেজ দেখতে শুরু করে পুলিশ।

যে সময়ে সিংহানিয়ারা বাড়িতে ছিলেন না, সেই সময়ের ফুটেজে দেখা যায় ওই দুই যুবককে। তখনই গুলু মল্লিকের ছবি দেখে চিনতে পারে পুলিশ। এর আগেও চুরির ঘটনায় অভিযুক্ত ছিল গুলু। গুলুর ঠিকানা ও হদিস দুই-ই পুলিশের কাছে ছিল। তাই তাকে ধরতে বিশেষ বেগ পেতে হয়নি। গুলুকে আটক করে জেরা করতেই মেলে দ্বিতীয় যুবক রাজুর সন্ধান। তাকেও তুলে নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রের খবর, জেরার মুখে চুরির কথা স্বীকার করেছে দু’জনেই। রাজুর কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CCTV Footage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE