ফেসবুকের সূত্র ধরে আলাপ হওয়া এক বিদেশি যুবকের বিরুদ্ধে খুনের হুমকি এবং ছবি বিকৃত করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করলেন স্বাস্থ্য দফতরের এক মহিলা অফিসার। পুলিশ সূত্রের খবর, সোমবার উল্টোডাঙা থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার।
পুলিশ জানায়, উল্টোডাঙা থানা এলাকার ওই অভিযোগকারিণী সল্টলেকের স্বাস্থ্য ভবনের কর্মী। তাঁর অভিযোগ, কিছু দিন আগে ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয় কেলভিন স্মিথ নামে এক যুবকের। তিনি নিজেকে ফেসবুকে ব্রিটিশ নাগরিক বলে দাবি করেন। আলাপের সূত্র ধরে দু’জনের মধ্যে ফোন নম্বর বিনিময় হয়। তদন্তে পুলিশ জেনেছে, ফেসবুক ও হোয়াটস্অ্যাপে দু’জনের যোগাযোগ ছিল। সোমবার বড়দিন উপলক্ষে ভারতে আসেন ওই যুবক।
পুলিশের কাছে মহিলার দাবি, ওই দিন দিল্লিতে পৌঁছে কেলভিন ওই মহিলাকে ফোন করে দাবি করেন, তাঁর পরিচয়পত্রের কিছু নথি হারিয়ে যাওয়ায় অভিবাসন দফতর তাঁকে বিমানবন্দরে আটকে দিয়েছে। সেই সঙ্গে নিজের পাসপোর্টের একটি কপি হোয়াটস্অ্যাপে অভিযোগকারিণীকে পাঠান ওই যুবক। সেই সঙ্গে ৩৫ হাজার টাকাও দাবি করেন। এতে মহিলার সন্দেহ হয়। তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন এবং কেলভিনকে ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
অভিযোগ, এর পরেই কেলভিন তাঁর ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেন এবং খুনের হুমকি দেন। তদন্তকারীদের অনুমান, কেলভিন কোনও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ ও ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।