Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আগুনে লড়াইয়ে ফের হাজির বিপিন

শহরে কোনও বড় আগুন লাগলেই স্বেচ্ছায় উদ্ধারকাজে নেমে পড়েন বছর আটান্নর বিপিন গনোত্রা। এ বারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার সকাল দশটা নাগাদ দেখা গেল চ্যাটার্জি ইন্টারন্যাশনালের সামনে দমকল বাহিনীর সঙ্গে কাজে ব্যস্ত। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বিপিনবাবু অবশ্য দমকল, পুলিশ সকলের কাছেই খুবই পরিচিত মুখ। এর আগে স্টিফেন কোর্ট, আমরি হাসপাতালের মতো বড় বড় অগ্নিকাণ্ডেও স্বেচ্ছায় উদ্ধারকাজে নেমে পড়েছিলেন তিনি।

বিপিন গনোত্রা

বিপিন গনোত্রা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৪
Share: Save:

শহরে কোনও বড় আগুন লাগলেই স্বেচ্ছায় উদ্ধারকাজে নেমে পড়েন বছর আটান্নর বিপিন গনোত্রা। এ বারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার সকাল দশটা নাগাদ দেখা গেল চ্যাটার্জি ইন্টারন্যাশনালের সামনে দমকল বাহিনীর সঙ্গে কাজে ব্যস্ত। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বিপিনবাবু অবশ্য দমকল, পুলিশ সকলের কাছেই খুবই পরিচিত মুখ। এর আগে স্টিফেন কোর্ট, আমরি হাসপাতালের মতো বড় বড় অগ্নিকাণ্ডেও স্বেচ্ছায় উদ্ধারকাজে নেমে পড়েছিলেন তিনি।

এ দিন বিপিনবাবু বলেন, “উপরে উঠে দেখি ধোঁয়ায় ভরে গিয়েছে ঘর। দরজা-জানলা খুলে দিই। সতেরো তলায় দ্রুত হোসপাইপের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।” বিপিনবাবু অবশ্য জানান, তিনি যখন উপরে ওঠেন ততক্ষণে উপর থেকে সবাইকে নামিয়ে আনা হয়েছে।”

এ দিন বিপিনের কাজে খুশি দমকলমন্ত্রী জাভেদ খান। পুলিশের এক কর্তা জানান, বিপিনবাবুকে গ্রিন পুলিশের চাকরি দেওয়া হয়েছিল। তিনি নিতে রাজি হননি। এর পরে তাঁকে হোমগার্ডের চাকরির প্রস্তাব দেওয়া হয়। এ দিন মন্ত্রী জাভেদ খান ফের বিপিনবাবুকে বলেন, “শীঘ্রই দেখা করুন দফতরে। কাজে যোগ দিন।” মন্ত্রীর সামনে হাসিমুখে রাজিও হয়ে যান বিপিনবাবু। কিন্তু পরে তিনি বলেন, “বাঁধাধরা কাজ করতে আমার ভাল লাগে না। বয়স হয়েছে। এই ভাল। যখন বিপদ দেখব, ঝাঁপিয়ে পড়ব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE