আপত্তি উঠেছে এলাকার বাসিন্দাদের মধ্য থেকেই। এই অবস্থায় লেবুতলা পার্কে নির্মাণকাজের আগে কলকাতা পুরসভাকে সেখানকার বাসিন্দাদের মতামত নিতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন। মঙ্গলবার তিনি নির্দেশ দেন, মতামত নিয়ে রিপোর্ট আকারে ছ’সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে পুরসভাকে। তত দিন পর্যন্ত ওই নির্মাণকাজ স্থগিত রাখতে হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার লেবুতলা পার্কের মধ্যে পুরসভা একটি কমিউনিটি হল তৈরির কাজ শুরু করেছিল। সন্দীপ পাল নামে ওই এলাকার এক বাসিন্দা সেই নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। সন্দীপবাবুর অভিযোগ, অত্যন্ত ঘিঞ্জি এলাকায় পার্কের জমিতে ওই নির্মাণ হলে এলাকাবাসীদের সমস্যা হবে। পুরসভা আদালতে জানায়, ওই কমিউনিটি হলে স্বাস্থ্য প্রকল্পের কাজ হবে।
ওখানে নির্মাণকাজ শুরু করার আগে এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হয়েছে কি না, শুনানির সময় রাজ্যের কাছে তা জানতে চান প্রধান বিচারপতি। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সরকারি সিদ্ধান্ত পছন্দ হত, তা হলে তাঁরা আদালতে আসতেন না। ছ’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এলাকাবাসীদের মতামত নিয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে।