Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
Kolkata News

যান্ত্রিক বিভ্রাটে লিফটে আটক মদন মিত্র, এক ঘণ্টা পর উদ্ধার

মেট্রো রেলের দফতরে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। ছ’তলা থেকে লিফট ছিঁড়ে নীচে পড়ে গেলেন তিনি। মদন মিত্রের কোমর এবং ঘাড় ভালই জখম হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। তাঁকে দ্রুত সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৮:২৬
Share: Save:

মেট্রো রেলের দফতরে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। যান্ত্রিক বিভ্রাটে বিপর্যয় হল লিফটে। প্রায় এক ঘণ্টা লিফটের মধ্যে আটকে থাকতে হল মদন মিত্রকে। পরে কোনওক্রমে লিফট খুলে অসুস্থ অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। তাঁকে পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। মদনবাবুর শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানা গিয়েছে। মদন মিত্রের এমআরআই করানো হয়েছে বলেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে।

তৃণমূলের শ্রমিক সংগঠন সংক্রান্ত কিছু কাজেই মঙ্গলবার শ্যামবাজার মেট্রো স্টেশন লাগোয়া মেট্রো দফতরে গিয়েছিলেন মদনবাবু। কাজ সেরে নীচে নামার জন্য তিনি লিফটে ঢোকেন। দোতলা আর তিনতলার মাঝখানে আচমকা লিফটি আটকে যায় বলে মেট্রো রেল সূত্রের খবর। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে দীর্ঘ ক্ষণ সেই লিফটের মধ্যে আটকে থাকতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মেট্রো কর্মীরা সেই লিফটকে কিছুটা টেনে নামান এবং কোনওক্রমে দরজা খুলে মদন মিত্রকে বাইরে আনা হয়। তত ক্ষণে প্রাক্তন মন্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

আরও পড়ুন: এ ভাবে ফেলে পেটানো হল পড়ুয়াকে! দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE