পুর আইনের সংশোধনী অনুসারে কলকাতার মেয়র পদে বসেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এ বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার জন্যে ভোটের প্রচার শুরু করে দিলেন তিনি।
রবিবার কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা শুরু করেন তিনি। এ দিন সকাল সাড়ে ৮টায় চেতলা ব্রিজ রোড থেকে ফিরহাদের এই পদযাত্রা শুরু হয়। সঙ্গে ছিলেন পুরসভার দুই কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় এবং আনোয়ার হোসেন।
প্রায় আট বছর পরে ফের কাউন্সিলর পদের জন্যে ভোট লড়ছেন। কেমন লাগছে? মেয়র বলেন, ‘‘কাউন্সিলর না থাকলেও অনেক সময়ে স্থানীয় পুর প্রতিনিধির অফিসে বসে কাজকর্ম দেখতাম। মানুষের অভাব অভিযোগ শুনতাম। এটা আমার ঘরে ফেরাই বলতে পারেন।’’ এ দিন এলাকায় একাধিক বস্তিতে বাড়ি বাড়ি ঘুরেছেন তিনি। কথা বলেছেন ভোটারদের সঙ্গে।
এ দিনই ফিরহাদকে কাউন্সিলর হিসেবে জেতানোর আবেদন নিয়ে স্থানীয় একটি ক্লাবে এলাকার বিশিষ্ট জনেরা সমবেত হন। সেখানে হাজির মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন বলেন, ‘‘কাজের মানুষ হিসেবেই আজ ববিদা (ফিরহাদ) মেয়র হয়েছেন। তাঁকে আগের চেয়েও বেশি ভোটে জিতিয়ে কাউন্সিলর করে পাঠাতে চান এলাকাবাসী। সেই আবেদনই রাখছি আমরা।’’