ক্যানসার আক্রান্ত রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আধঘণ্টার মধ্যেই মৃত্যু হয় রোগীর। এর পরে চিকিৎসকের উপরে হামলা এবং হাসপাতালের ওয়ার্ড ভাঙচুরের অভিযোগ ওঠে রোগীর পরিজনদের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির পাল্টা অভিযোগ তোলেন পরিজনেরাও।
সোমবার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ওই রোগীমৃত্যুর ঘটনার পরে প্রশ্ন উঠেছে ক্যানসার আক্রান্তের শারীরিক অবস্থা কিংবা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কতটা বিশদে বোঝানো হয় পরিজনদের?
ক্যানসার বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আধুনিক ক্যানসার চিকিৎসার প্রধান দিক হল রোগী ও তাঁর পরিজনদের মানসিক ভাবে প্রস্তুত করা। অনেক সময়ে সেটা ঠিক মতো হয় না। যেমন, সোমবার হাজরার ওই ক্যানসার হাসপাতালে মৃত গোপাল কয়ালের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, মাস তিনেক আগে তাঁরা জানতে পারেন টালিগঞ্জের বাসিন্দা বছর তেত্রিশের ওই যুবক ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ট্র্যাকিওস্টোমি (গলার নীচে অস্ত্রোপচারের মাধ্যমে ছিদ্র করে দেওয়া, যাতে শ্বাস নিতে অসুবিধা না হয়।) করার পরামর্শ দেওয়া হয়েছিল।