দমকলবিধি না মানার জন্যই যে বিভিন্ন অগ্নিকাণ্ড ঘটছে, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তা কার্যত মেনে নিলেন দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান। এই বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়ও ঠেলে দিলেন পুলিশের দিকে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে আগুন লাগার কারণ জানা গেলেও দমকল দফতরের কিছু করার নেই। আগুন নেভানোর দায় দমকলের। তার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় পুলিশকে। তারাই এফআইআর করে।
সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের একটি অতিরিক্ত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বৈদ্যুতিক গোলযোগ, শর্ট সার্কিট, ওভারলোড-সহ ‘ম্যান মেড’ নানা কারণেই আগুন লাগার ঘটনা ঘটেছে। বেশ কিছু ক্ষেত্রে আগুন লাগার পিছনে অসাধু প্রমোটারদের হাত আছে বলেও জানান তিনি। আবার সিপিএম বিধায়ক তাজমুল হোসেনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, গত এক বছরে রাজ্যে বসতিপূর্ণ আবাসে আগুন লাগার ঘটনা ১২৯টি। অন্য আর একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দমকল বিধির বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি রয়েছে। তাদের পরামর্শ মতো ব্যবস্থাও নেওয়া হয়।