ভিডিয়োটা দেখেই চমকে উঠতে হয়। সাদা শাড়ি পরিহিতা এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করছেন এক মহিলা।
কখনওই চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছেন। কখনও পাঁচিলে ঠেসে ধরে তাঁর গলা টিপে ধরছেন। কখনও আবার গালে সপাটে চড়। কান মুলে দেওয়া, গাল-নাক টিপে ধরা... বেশ কয়েক মিনিটের ভিডিয়োটি দেখে শিউরে উঠেছিলেন সকলে। কিন্তু, কোথায়, কবে এই ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছিল না। ভিডিয়োয় দেখা যাচ্ছিল, বৃদ্ধাকে হাউহাউ করে কাঁদতে এবং শাড়ির খুঁট দিয়ে চোখ মুছতে। কিন্তু, সবুজ নাইটি পরা ওই মহিলাকে থামতে দেখা যায়নি।
না। এই ঘটনা নিয়ে কেউ কোথাও কোনও অভিযোগ করেননি। থানা-পুলিশেও দায়ের হয়নি কোনও অভিযোগ। কিন্তু, পাশের বাড়ি থেকে কেউ এক জন সেই মারধরের ছবি মোবাইলে রেকর্ড করেছিলেন। শুধু তাই নয়, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেন। মুহূর্তের মধ্যেই ফেসবুকে প্রায় পাঁচ লাখ মানুষের কাছে ওই পোস্টটি পৌঁছে যায়। প্রায় আট হাজার লাইক এবং ২৫ হাজার শেয়ার। বিষয়টা নজরে আসে পুলিশের। এর পরেই তারা তদন্তে নেমে ওই বৃদ্ধার পুত্রবধূকে গ্রেফতার করেছে। ধৃতের নাম স্বপ্না পাল।