Advertisement
২৪ এপ্রিল ২০২৪

২০০ টাকার জন্য শিশু খুন? শ্যামবাজারের ম্যানহোলকাণ্ডে নতুন সূত্র

পুলিশ ও এলাকার লোকজন জানিয়েছেন, শ্যামবাজারের দেশবন্ধু পার্ক লাগোয়া শ্যামলাল স্ট্রিটের ফুটপাতে মা মণি দাসের সঙ্গে থাকত ছোট্ট জবা। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার মণিদেবী উল্টোডাঙা থানায় নিখোঁজ-ডায়েরি করেন।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

মেহবুব কাদের চৌধুরী
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৫
Share: Save:

মাত্র ২০০ টাকার জন্য তাঁর একরত্তি মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করলেন উল্টোডাঙা থানা এলাকায় ম্যানহোল থেকে উদ্ধার হওয়া মৃত শিশুটির মা! ঘটনার কথা শুনে তাজ্জব পুলিশের তদন্তকারী অফিসারেরাও! অভিযোগকারিণী মায়ের বয়ান ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণের পরে তাঁদের অনুমান, কালুয়া নামে এক ফুটপাতবাসী যুবক ২০০ টাকা চুরি করেছিল আর এক ফুটপাতবাসী যুবকের থেকে। তার পরে কালুয়া সেই যুবককে বলেছিল, টাকাটা ওই শিশুটির মা-ই চুরি করেছেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁর আড়াই বছরের মেয়ে জবা দাসকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মা। সোমবার সকালে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে পুলিশ কালুয়ার খোঁজে তল্লাশি শুরু করেছে। খোঁজ চলছে এক চোখে দেখতে না পাওয়া এক যুবকেরও, যাকে খুনি বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ ও এলাকার লোকজন জানিয়েছেন, শ্যামবাজারের দেশবন্ধু পার্ক লাগোয়া শ্যামলাল স্ট্রিটের ফুটপাতে মা মণি দাসের সঙ্গে থাকত ছোট্ট জবা। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার মণিদেবী উল্টোডাঙা থানায় নিখোঁজ-ডায়েরি করেন। সে দিনই রাতের দিকে শ্যামলাল স্ট্রিটের ফুটপাতের কাছেই আধখোলা ম্যানহোল থেকে জবার মৃতদেহ উদ্ধার হয়। ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জবাকে গলা টিপে খুন করা হয়েছে।

দেহ উদ্ধারের পরে দফায় দফায় মৃত শিশুটির মা-সহ আশপাশের ফুটপাতবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু দু’দিন ধরে জিজ্ঞাসাবাদেও কোনও সূত্র পাওয়া যায়নি। এ দিন সকালে গোয়েন্দা-প্রধান প্রবীণ ত্রিপাঠী নিজে জিজ্ঞাসাবাদের জন্য উল্টোডাঙা থানায় আসেন। ছিলেন ডিসি (ইএসডি) দেবস্মিতা দাস-সহ লালবাজারের হোমিসাইড শাখার একাধিক অফিসার। এ দিন প্রায় দু’ঘণ্টা ধরে জবার মা-সহ জনা পনেরো ফুটপাতবাসীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দুই যুবকের কথা জানতে পারে।

আরও পড়ুন: মর্গে শুয়েই ছেলের অপেক্ষায় মৃত বাবা

এ দিন মণিদেবী থানা থেকে বেরিয়ে বলেন, ‘‘শ্যামপুকুর স্ট্রিটের যে ফুটপাতে আমরা থাকি, তার উল্টো দিকের ফুটপাতেই থাকে কালুয়া নামে একটি ছেলে। গত বুধবার থেকে লম্বা চেহারার আর এক যুবকও শ্যামপুকুর স্ট্রিটের ফুটপাতে রাতে ঘুমোত বলে কালুয়া আমাকে জানিয়েছে। সে এক চোখে দেখতে পায় না।’’ পুলিশের কাছে মণিদেবী দাবি করেছেন, বৃহস্পতিবার সকালে জবা নিখোঁজ হওয়ার পরেই কালুয়া তাঁকে জানায়, আগের রাতে এক চোখে দেখতে না পাওয়া ওই যুবকের থেকে ২০০ টাকা চুরি করেছিল সে। তার পরে ওই যুবক কালুয়ার উপরে চড়াও হতেই সে বলেছিল, টাকাটা চুরি করেছেন মণিদেবী। এ দিন ওই মহিলা বলেন, ‘‘বৃহস্পতিবার আমার সঙ্গে কথা বলার পর থেকেই কালুয়া বেপাত্তা। আমি পুলিশকে বলেছি, স্রেফ ২০০ টাকার জন্যই আমার মেয়েকে খুন করা হয়েছে। কালুয়া-সহ খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ গ্রেফতার করুক, এটাই চাই।’’

মণি দাস।—নিজস্ব চিত্র।

মণিদেবীর স্বামী ভজন দাস মানসিক অবসাদগ্রস্ত। কোনও কাজকর্ম করতে পারেন না। থাকেন টালা এলাকার এক ফুটপাতে। একমাত্র মেয়েকে অকালে হারিয়ে শোকে বিহ্বল মা আক্ষেপ করছিলেন, ‘‘মেয়েটা যে নেই, আমার স্বামী এখনও সেই খবর জানেন না। কী ভাবেই বা এই খবর দেব!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Murder Shyambazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE