কলকাতা ও তার লাগোয়া পুরসভাগুলির মতো ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হাওড়া পুরসভাও। জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন, পুরসভা ও সিটি পুলিশের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি করে শুরু হয়েছে মশা নিধন অভিযান। ইতিমধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, বহুতল, সরকারি আবাসন ও সরকারি অফিসে অভিযান চালিয়ে মশার লার্ভা নষ্ট করা হয়েছে। পরিস্থিতির নিরিখে ডেঙ্গি-যুদ্ধে এই পুর উদ্যোগ যে যথেষ্ট নয়, তা বোঝা যায় শুধু লিলুয়ার কয়েকটি এলাকা ঘুরে।
কী অবস্থা জনবহুল লিলুয়ার? সোমবার লিলুয়ার বড়বাগান, বি রোড, সি রোড ঘুরে দেখা গেল, অলিগলিতে জমে রয়েছে জল। জল জমে থাকতে দেখা গিয়েছে বসতবাড়ির উঠোনে, সরকারি আবাসনের চারপাশে এমনকী একটি স্কুলের প্রবেশপথের ধারেও।
এলাকাবাসীর অভিযোগ, তাঁদের এলাকায় কোথাও এক মাস ধরে, কোথাও বা টানা ২০ দিন জল জমে রয়েছে। পুরসভার নিকাশি দফতর মাঝে মধ্যে পাম্প চালিয়ে সেই জমা জল এলাকার পুকুরে ফেলছে ঠিকই। কিন্তু, ফের বৃষ্টি হলেই পুকুর উপচে সেই জল ঢুকছে আশপাশের এলাকা, গলিতে। ফলে গোটা এলাকায় ক্রমাগত বেড়ে চলেছে মশাবাহিত রোগের প্রকোপ। ইতিমধ্যে দু’জনের ডেঙ্গি ধরা পড়েছে। ঘরে ঘরে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মশার কামড়ে অতিষ্ঠ হয়ে বিকেলের পর থেকেই দরজা-জানলা বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।