মধ্য শিক্ষা পর্ষদের যে দল ওই স্কুলে পরিদর্শনে গিয়েছিল এ দিন তারা স্কুল শিক্ষা দফতরকে রিপোর্ট দিয়ে জানিয়েছে, সেখানে সুরক্ষার পরিকাঠামো অপ্রতুল। আয়ার সংখ্যাও কম। সেই সঙ্গে প্রিন্সিপ্যালের কথাতেও মিলেছে অসঙ্গতি।
তড়িঘড়ি: শনিবার সকালেই স্কুলের গেটে বসেছে সিসিটিভি। নিজস্ব চিত্র
শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও বহু অভিভাবক স্কুলের সামনে ভিড় করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই তল্লাটে একটি মিছিল করেন অভিভাবকেরা। পুরনো স্কুলবাড়ি ও উল্টো দিকে নতুন স্কুলবাড়ির বন্ধ ফটক ও আশপাশের দেওয়ালে পোস্টার দেন পড়ুয়াদের বাবা-মায়েরা। আজ, রবিবার সকাল ৯টায় স্কুলের সামনে অভিভাবকেরা একটি সভা ডেকেছেন। সেখানে পরবর্তী পদক্ষেপ ও ফোরাম তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মিছিলে ও পোস্টারে ক্ষোভ জানানোর পাশাপাশি সভার কথাও বলা হয়। তবে সভায় বহিরাগতদের ঠেকাতে পড়ুয়াদের পরিচয়পত্র আনতে বলা হয়েছে। অভিভাবকেরা ইতিমধ্যেই একটি ফেসবুক পেজ তৈরি করেছেন।
অভিভাবকদের একাংশ জানান, সভা থেকে মিছিল করে যাদবপুর থানায় যাবেন অধ্যক্ষাকে গ্রেফতারের দাবিতে। পুলিশের একাংশ অবশ্য বলছে, এই দাবি অযৌক্তিক।
এ দিন কলকাতায় কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ বলেন, ‘‘জি ডি বিড়লায় যা ঘটেছে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের আছে। স্কুলের রেজিস্ট্রেশন বাতিল করতেও পারে সরকার।’’
অধ্যক্ষা লিখিত ভাবে অভিভাবকদের জানান, ফোরাম গঠনের ব্যাপারে তাঁদের ১৫ জনের সঙ্গে তিনি আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আলোচনায় বসবেন। অভিভাবকদের অধিকাংশই এ সবে নরম হচ্ছেন না। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাবা দেবদত্ত চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘তিন বছর আগে এমনই একটি ঘটনা স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দিয়েছিলেন। এ বার শেষ দেখে ছাড়ব।’’ একই কথা সঞ্জয় ভট্টাচার্যের, যাঁর কন্যা তৃতীয় শ্রেণির পড়ুয়া। দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার মা, পায়েল দত্ত চার্ট পেপারে স্কেচ পেনে লেখা পোস্টার সাঁটছিলেন স্কুলের বন্ধ ফটকে। পোস্টারগুলির কোনওটায় লেখা, ‘ছিঃ ছিঃ ছিঃ। শিশুরা ভোগ্যপণ্য নয়। স্কুল কর্তৃপক্ষের শাস্তি চাই’, কোনওটায় আবার বলা হচ্ছে ‘স্কুল— প্লেস অব ওয়াইল্ড অ্যানিম্যালস, লেট আস মেক ইট সোবার।’
এ দিন অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের ফোরামের সদস্যেরা জি ডি বিড়লার অভিভাবকদের সহমর্মিতা জ্ঞাপন করতে আসেন। বিকেল পাঁচটা নাগাদ একদল বহিরাগত সিসিটিভি ক্যামেরা ভাঙতে গেলে উত্তেজনা তৈরি হয়। তাঁদের বক্তব্য, স্কুলের বাইরে কেন ক্যামেরা বসেছে? তবে অভিভাবকদের একাংশ তাঁদের নিরস্ত করেন।