পুলিশের কুচকাওয়াজ চলার সময় ফের বেপরোয়া গাড়ি ঢুকে পড়ার চেষ্টা করল রেড রোডে। তবে সতর্ক পুলিশ প্রহরা এবং গার্ড রেল থাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে গার্ড রেলে। মঙ্গলবার সকালের ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের এক পড়ুয়াকে।
কয়েক বছর আগে এ ভাবেই বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রজাতন্ত্র দিবসের সেনা কুচকাওয়াজের মহড়া চলার সময় ঢুকে পড়েছিল একটি গাড়ি। সেই গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল অভিমন্যু গৌড় নামে এক বায়ুসেনা কর্মীর। যদিও ওই ঘটনায় আদালত থেকে বেকসুর খালাস হয়েছেন অভিযুক্ত হিসাবে ধৃত সাম্বিয়া সোহরাব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে ৭টা নাগাদ খিদিরপুর রোড ধরে নীল রঙের একটি সেডান দ্রুত গতিতে এগিয়ে আসে রেড রোডের দিকে। রাস্তায় থাকা পুলিশ কর্মীরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও, চালক কর্ণপাত না করে আরও গতি বাড়িয়ে এগিয়ে যান দক্ষিণ থেকে উত্তরের দিকে। ওই সময়ে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া দিচ্ছিলেন পুলিশকর্মীরা। গাড়িটি জেকে আইল্যান্ডের কাছে এসে পৌঁছলে চালক দেখেন গার্ড রেল দিয়ে রাস্তা বন্ধ। পুলিশের অভিযোগ, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক গার্ড রেল দেখেও গাড়িটি থামাতে পারেননি এবং নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে সজোরে ধাক্কা মারেন। পুলিশ জানিয়েছে, তার আগে কলকাতা পুলিশের একটি বাসেও ধাক্কা মারে গাড়িটি।