Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভব্য ট্যাক্সিচালক, ধাওয়া করে পাকড়াও

ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ট্যাক্সি ছুটছে বাসন্তী হাইওয়ে ধরে। পিছনের আসনে এক মহিলা যাত্রী। আচমকা আর এগোতে নারাজ চালক। অভিযোগ, এ নিয়ে ঝামেলা বাধলে ওই মহিলার শাড়ির আঁচল ধরে টানাটানি করতে থাকেন তিনি। ট্যাক্সি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরেই গাড়ি থেকে ঝাঁপ দেন ওই মহিলা। তাঁর ব্যাগটি নিয়ে চালক চম্পট দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০২:১৩
Share: Save:

ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ট্যাক্সি ছুটছে বাসন্তী হাইওয়ে ধরে। পিছনের আসনে এক মহিলা যাত্রী। আচমকা আর এগোতে নারাজ চালক। অভিযোগ, এ নিয়ে ঝামেলা বাধলে ওই মহিলার শাড়ির আঁচল ধরে টানাটানি করতে থাকেন তিনি। ট্যাক্সি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরেই গাড়ি থেকে ঝাঁপ দেন ওই মহিলা। তাঁর ব্যাগটি নিয়ে চালক চম্পট দেন।

পুলিশ জানায়, রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগা এবং কয়লা ডিপোর মাঝখানে একটি জায়গায়। খবর পেয়ে টহলরত পুলিশকর্মীরা ৬ কিলোমিটার ধাওয়া করে ট্যাক্সিচালক লালমোহন যাদবকে ধরে ফেলেন। তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ওই মহিলার ব্যাগটিও।

পুলিশ সূত্রের খবর, ওই মহিলা স্বামীর সঙ্গে নিউ ব্যারাকপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর শ্বশুরবাড়ি বানতলার লালকুঠিতে। সোমবার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি একাই বানতলায় ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ চিংড়িহাটা থেকে একটি ট্যাক্সিতে ওঠেন ওই মহিলা। অভিযোগ, গাড়ি চৌবাগা পৌঁছলে আচমকা গাড়ির গতি কমিয়ে দেন চালক। জানিয়ে দেন, গাড়ি আর যাবে না। ওখানেই নেমে যেতে হবে। এ নিয়ে মহিলার সঙ্গে চালকের ঝামেলা হয়। তার পরেই চালক তাঁর সঙ্গে অভব্য আচরণ করা শুরু করেন বলে অভিযোগ।

মহিলার দাবি, অত রাতে মাঝরাস্তায় নামতে চাননি তিনি। বারবার ট্যাক্সিচালককে অনুরোধ করেন বানতলা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু চালক তাতে আমল দেননি। উপরন্তু তাঁর শাড়ির আঁচল ধরে টানাটানি করতে থাকেন বলে মহিলার অভিযোগ। তার পরেই আচমকা গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাতে যান চালক।

মহিলার দাবি, রাস্তা ফাঁকা ছিল। রাস্তায় কোনও আলোও ছিল না। চালকের এই আচরণে তিনি ভয় পেয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন। তবে তাঁর জামাকাপড়ের ব্যাগটি ট্যাক্সিতেই রয়ে গিয়েছিল। তা নিয়েই প্রচণ্ড জোরে গাড়ি নিয়ে চম্পট দেন চালক। ওই মহিলা জানান, এই ঘটনার পরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। সে সময়ে মালভর্তি একটি ছোট গাড়ি তাঁকে পাশ কাটিয়ে চলে যায়। এর পরে যাত্রী নিয়ে একটি ছোট গাড়ি এলে তাতে উঠে বানতলায় পৌঁছন ওই মহিলা। পরে টহলরত পুলিশকে তিনি বিষয়টি জানালে ধাওয়া করে ট্যাক্সিটিকে ধরে ফেলে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কয়লা ডিপোর কাছে রোজ রাতেই টহলদার পুলিশের একটি ভ্যান দাঁড়িয়ে থাকে। রাত এগারোটা নাগাদ মালভর্তি একটি ছোট গাড়ি ওই পুলিশকর্মীদের জানায়, কিছু দূরে রাস্তার উপরে দাঁড়িয়ে এক মহিলা সাহায্যের জন্য চিৎকার করছেন। পুলিশ জানায়, খবর পেয়েই ওই ভ্যানটি সে দিকে রওনা দেয়। পরে রাস্তায় ওই মহিলার থেকে বিষয়টি জানার পরে প্রায় ৬ কিলোমিটার ধাওয়া করে অম্বেদকর ব্রিজের নীচ থেকে ট্যাক্সিটিকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ততক্ষণে বানতলায় পৌঁছে মহিলাও স্বামীর মোটরবাইকে চেপে ট্যাক্সির পিছু ধাওয়া করতে শুরু করেছিলেন। অম্বেদকর ব্রিজের কাছে ট্যাক্সিটিকে আটক করার পরে ওই মহিলাই চালককে শনাক্ত করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taxi lalmohan jadav basanti highway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE