Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বেহালায় স্কুলগাড়ি দুর্ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের অদূরে থাকা এক ট্র্যাফিক পুলিশকর্মী তড়িঘড়ি এসে বিশালকে গাড়ি থেকে বার করে আনেন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০২:৫৯
Share: Save:

ফের স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলগাড়ি। শুক্রবার সকালে, বেহালার রায়বাহাদুর রোড এবং জেমস লং সরণির সংযোগস্থলে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ সিগন্যালে কলকাতা পুরসভার একটি গাড়ি দাঁড়িয়েছিল। সে সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে একটি স্কুলগাড়ি তাতে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় ওই স্কুলগাড়িতে থাকা নিউ আলিপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া, বছর পাঁচেকের বিশাল দত্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের অদূরে থাকা এক ট্র্যাফিক পুলিশকর্মী তড়িঘড়ি এসে বিশালকে গাড়ি থেকে বার করে আনেন। আর সেই ফাঁকেই ওই স্কুলগাড়িটির চালক শিশুটির ব্যাগ-সহ গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন বলে অভিযোগ।আহত পড়ুয়া বিশালের বাবা বিশ্বজিৎ দত্ত পরে অবশ্য বলেছেন, ‘‘ছেলে ভাল আছে। ওর বিশেষ চোট লাগেনি। তাই আমরা আর কোনও অভিযোগ দায়ের করিনি।’’

তবে ওই গাড়িচালকের খোঁজ পেতে পুলিশ পলাতক গাড়ির মালিককে খোঁজ করে তাঁকে ডেকে পাঠায়। তাঁর থেকেই চালকের সবিস্তার তথ্য নিয়েছে পুলিশ। ওই চালকের খোঁজ চলছে। পুলিশের অনুমান, ভয় পেয়েই ঘটনাস্থল থেকে ওই চালক পালিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pool car Accident Behala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE